December 22, 2024, 10:05 am
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ১ মৃত্যু, সংক্রমণ ৩৪ শতাংশ
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছে, যা ৫ মাস ১৭ দিনের মধ্যে সর্বোচ্চ। করোনা সংক্রমণের হার ৩৩ দশমিক ৮৭। আগের দিন করোনা সংক্রমণের হার ছিল ৩৩ দশমিক ৬৬। আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ১৮৯, যশোরে ২২৯, ঝিনাইদহে ৮৬, কুষ্টিয়ায় ১২০, নড়াইলে ২২, মেহেরপুরে ১৭, চুয়াডাঙ্গায় ৭৮, সাতক্ষীরায় ৭১, বাগেরহাটে ৩৫ ও মাগুরায় ৩৩ জন। বিভাগে বর্তমানে করোনা রোগী আছেন ৫ হাজার ৬৫৫ জন। এর মধ্যে ৩৬৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৪১ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৩ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৭৩ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ বলেন, মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে গেছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য ও অসচেতনতায় সংক্রমণ বাড়ছে। কয়েক দিন ধরে বিভাগের কয়েকটি জেলায় সংক্রমণের হার অনেক বেশি। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।
Leave a Reply