December 22, 2024, 10:20 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগের চেহারা নিয়ে ফিরে আসতে শুরু করেছে খুলনা বিভাগের করোনা পরিস্থিতি। ১০ জেলাতেই প্রতিদিনই আগের দিনের চেয়ে করোনা শনাক্ত ও সংক্রমণের হার বেড়ে চলেছে। আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১২১ জনের নমুনা পরীক্ষা করে ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৬। আগের দিন সংক্রমণের হার ছিল ৩৩ দশমিক ১৯। বিভাগের ১০ জেলার মধ্যে ছয়টিতে সংক্রমণের হার ৩৫ শতাংশের ওপরে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ১৮২, যশোরে ১৯৬, ঝিনাইদহে ৭২, কুষ্টিয়ায় ৯৭, নড়াইলে ১৩, মেহেরপুরে ১৩, চুয়াডাঙ্গায় ২৬, সাতক্ষীরায় ৬১, বাগেরহাটে ২৩ ও মাগুরায় ৩১ জন আছেন। সাড়ে পাঁচ মাসের মধ্যে এটি এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। গত বছরের ১২ আগস্ট ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। বর্তমানে বিভাগে করোনা রোগী আছেন ৪ হাজার ৮০০ জন, এর মধ্যে ১৫৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিভাগের মধ্যে সাতক্ষীরায় সংক্রমণের হার সর্বোচ্চ ৪৯ দশমিক ৫৯। ঝিনাইদহে ৪৫ দশমিক ৮৬, যশোরে ৪৩ দশমিক ৬৫, মাগুরায় ৪১ দশমিক ৩৩, বাগেরহাটে ৩৭ দশমিক ৭ ও কুষ্টিয়ায় ৩৫ দশমিক ১৪ শতাংশ। খুলনা বিভাগে আজ মঙ্গলবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৬১ জন। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ২০২ জন। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৫৯ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ বলেন, জাতীয় পর্যায়ে করোনা সংক্রমণের হারের চেয়ে খুলনা বিভাগে সংক্রমণের হার কিছুটা বেশি। কয়েকটি জেলায় সংক্রমণের হার অনেক বেশি। যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে মানুষ সচেতন না হলে আরও বাড়তে থাকবে। এই ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানাটা জরুরি।
Leave a Reply