দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৪ শতাংশে পৌঁছেছে। এই সময়ে বিভাগে ১ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করে ৪৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৫১ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫১ শতাংশ।
রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত প্রায় সাড়ে পাঁচ মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। গত বছরের ১৩ আগস্ট এক দিনে ৬১২ জন শনাক্ত হওয়ার পর থেকে আজ রোববার পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। করোনায় গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় একজন মারা গেছেন। বিভাগের সাতটি জেলায় শনাক্ত ৩০ শতাংশের ওপর।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন আগ্রহ নেই। স্বাভাবিকভাবে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। এমন অবস্থা চলতে থাকলে সংক্রমণের এই গতি কোনোভাবেই রোধ করা যাবে না।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ১৫৩ জন, যশোরে ১৯৪, ঝিনাইদহে ৪৭, কুষ্টিয়ায় ২৭, নড়াইলে ৪, মেহেরপুরে ৮, চুয়াডাঙ্গায় ১৩, সাতক্ষীরায় ১১, বাগেরহাটে ২০ ও মাগুরায় ১০ জন। বিভাগের মধ্যে বাগেরহাটে শনাক্তের হার সর্বোচ্চ ৫০ শতাংশ, যশোরে ৪৭ দশমিক ৭৮, ঝিনাইদহে ৪৩ দশমিক ১২, মেহেরপুরে ৩৮ দশমিক ১ ও খুলনায় ৩৪ দশমিক ৫৪ শতাংশ।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, ২০২০ সালের ১৯ মার্চ। আজ রোববার পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৫৯ জন। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ২০১ জন। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৩৯ জন।
এদিকে বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। বর্তমানে বিভাগে করোনা রোগী আছেন ৩ হাজার ৪১৯ জন। এর মধ্যে ১২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যরা বাসায় আছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি