December 22, 2024, 8:54 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় ১৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২২ দশমিক ৫১। করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ ও খুলনায় দুজন মারা গেছেন।
শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত করোনা– সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গতকাল নমুনা পরীক্ষা কম হওয়ায় রোগী শনাক্তের সংখ্যাও কমেছে। বিভাগের চার জেলায় কোনো নমুনা পরীক্ষা হয়নি। গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
প্রতিবেদন সূত্রে জানা যায়, বাসা ও হাসপাতাল মিলিয়ে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। বর্তমানে বিভাগে করোনার রোগী আছেন ২ হাজার ৯৪৫ জন। এর মধ্যে ১০৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা বাসায়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ৬০ জন, ঝিনাইদহে ১৮, কুষ্টিয়ায় ৮১, নড়াইলে ৩, চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন। বাগেরহাট, যশোর, মাগুরা ও সাতক্ষীরায় কোনো নমুনা পরীক্ষা হয়নি। বিভাগের মধ্যে ঝিনাইদহ ও কুষ্টিয়ায় শনাক্ত ৩৩ দশমিক ৩৩ শতাংশ করে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, ২০২০ সালের ১৯ মার্চ। এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৫৭২। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ২০০ জন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক মো. মুনজুরুল মুরশিদ বলেন, করোনার সংক্রমণ ক্রমাগত হারে বাড়ছে। মাস্ক পরতে হবে, ভিড় এড়িয়ে চলার পাশাপাশি টিকা নিতে হবে।
খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আর শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের ১৭ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে রেড জোনে আটজন এবং ইয়েলো জোনে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply