দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর পাংশা উপজেলার কালীনগর গ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে রুবেল নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। রুবেল একই গ্রামের ওকুল সরদারের ছেলে। রুবেল মাদকাসক্ত ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ জানায় বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রুবেল সরদারের নিজ ঘরে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে স্ত্রী লিপি বেগম (২৯) কে।
স্থানীয়রা জানায় সকালে রুবেল তার স্ত্রীকে নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে দখা যায়। ঘোরা শেষ করে নিজ ঘরে হাসুয়া দিয়ে তিনি তার স্ত্রীকে গলা কেটে খুন করে।
মাছপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোন্তাজ উদ্দীন খান বলেন, এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেবে পরিচিত ছিলো রুবেল। রুবেলের তিনটি সন্তান রয়েছে। লিপির বাবার বাড়ি একই উপজেলার সাজুরিয়া গ্রামে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পারিবারিক অশান্তির কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। রুবেলের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি