December 22, 2024, 2:11 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপরা ইউনিয়নে হত্যা মামলার এক আসামী এলাকায় ফিরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আমিরুল ইসলাম (৫০)। তিনি একই গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায় ১ বছর পূর্বে পাহাড়পুর গ্রামে লস্কর গ্রুপের হামলায় মন্ডল গ্রুপের নেহেদ ও বকুল নামের দুই সহোদর নিহত হন। সেই হত্যা মামলার আসামী আমিরুল সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন। এলাকায় আসার পর থেকেই মন্ডল গ্রুপ আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে ওঠে। তার-ই ধারাবাহিকতায় গতকাল সংঘর্ষ হয় এবং তাতে উভয় পক্ষের প্রায় তিন জন আহত হয়।
মঙ্গলবার বিকেলে দু গ্রুপ আবার সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালীন আহত আমিরুলকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে পাশাপাশি হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply