দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সাক্ষাত করেছেন কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার রাতে কুষ্টিয়া সার্কিট হাউজে কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ তার সাথে দেখা করেন। নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এস এম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম সেলিম তোহার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির নির্বাহী পর্ষদের সদস্য প্রফেসর ড. শাহিনুর রহমান, এডভোকেট সানোয়ার হোসেন, এমএ খালেক, শাহ নেওয়াজ আনসারী মনজু, ডা. জুলফিকার হায়দার, বিশ^জিত সাহা সন্টু, আসমা আহমেদ ও ড. আমানুর আমান।
নাগরিক কমিটির নেতৃবৃন্দ সংক্ষিপ্তভাবে কমিটির লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং কুষ্টিয়ার সন্তান হিসেবে নিজ মেধা, যোগ্যতা ও সততা দিয়ে দেশের প্রধান বিচারপতির এ আসন অলংকৃত করায় তারা হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় প্রধান বিচারপতি সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনের গুরুত্ব রয়েছে উল্লেখ করে বলেন মানুষের উপকারার্থে কাজ করায় হলো মানব জীবনের ধর্ম। মানুষকে সবসময়ই মানুষের উপকারে আসতে হবে। কেউ এ পৃথিবীতে অন্যের সহযোগীতা ছাড়া চলতে সক্ষম নন। সবাইকেই কোন না কোনভাবে সবার প্রয়োজন। তিনি কুষ্টিয়া নাগরিক কমিটির প্রতি আহবান রাখেন তারা যেন মানব সেবায় অবাদন রেখে চলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি