December 22, 2024, 9:29 am
শামীম রানা/
কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম নির্মান কাজের উদ্বোধন করেছেন ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পিপি অনুপ কুমার নন্দি, শুভেচ্ছা বক্তব্য মকবুল হোসেল লাবলু।
ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার বক্তৃতায় বলেন কুষ্টিয়ার এই শেখ কামাল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ কুষ্টিয়াবাসীর জন্য আর্শীব্দা হবে। এটি হবে আধুনিক মানের একটি স্টেডিয়াম। জেলার ক্রীড়া উন্নয়নে এটি প্রভুত সহায়তা করবে।
মন্ত্রী বলেন কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ বলেন ক্রীড়ার ঐতিহ্য কুষ্টিয়াতে ফিরিয়ে আনতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা কুষ্টিয়ার আপামর মানুষের দীর্ঘদিনের দাবি। তিনি একে একে সকল দাবিগুলো পূরণে সক্ষম হবেন বলে আমাবাদ ব্যক্ত করেন।
হানিফ বলেন ক্রীড়ার সকল ক্ষেত্রে কুষ্টিয়াকে তুলে ধরতে হবে। সাঁতারে কুষ্টিয়ার অনেক অর্জন, শুটিং-এও অর্জন এসেছে। কিক্রেটেও জেলার নাম রয়েছে জাতিয় পর্যায়ে। ক্রীড়ার সকল ক্ষেত্রেই কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে।
উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের এমপি সরোয়ার জাহান বাদশা, কুমারখালি -খোকসার এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম,সাধারন সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়ার অতিরিক্ত পিপি নিজাম উদ্দিন ও শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে কুষ্টিয়া আন্তঃ ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া সদর উপজেলা।
Leave a Reply