দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসা শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খানের পুত্র ইমরান খান (২৮) ও তার পাঁচ সহযোগীকে পঁচিশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। আটকতৃ অন্যরা হলো সুমন কাজী (১৮), বলাই কাজী, জলিল (১৮), শাবু শেখ (৩৩), করিম শেখ, আরজু মন্ডল (১৯), ফারুক মন্ডল।
গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানার উপ-পরিদর্শক নাজমুল হোসাইন ও উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শমসপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খানের পুকুর পাড়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।অভিযানের সময় একজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় আসামীদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা, তামাক, গাঁজা খাওয়া ও কাটার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে দীর্ঘদিন ধরে এই চক্রটি মাদক সেবন ও মাদকের ব্যাবসাও চালিয়ে আসছিল।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি