January 3, 2025, 3:17 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আবার ধেয়ে আসছে করোনার নতুন ধরন অমিক্রণ। কুষ্টিয়ার জন্য ইতোমধ্যে বিপদ সংকেত দেখা দিতে শুরু করেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৫৭ টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত নিশ্চিত হয়। তিনি জানান গত দুই মাসে এটিই সবোর্চ্চ শনাক্ত।
তিনি জানান এর আগের ২৪ ঘন্টায় ৯৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত ছিল ১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ৭৮৭ জন।
উল্লেখ্য, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে কুষ্টিয়া জেলাই বেশী আক্রান্ত হয় বিগত করোনার অতি মহামারী চলাকালীন।
স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন অতিদ্রুত সর্তকতার প্রয়োজন দেখা দিয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুস্তানজিদ দৈনিক কুষ্টিয়াকে জানান নতুন আক্রমণেও কুষ্টিয়া বেশী আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। কারন করোনার ভ্যারিয়েন্ট যেসব চলকের উপর ভর করে চলে থাকে কুষ্টিয়া জেলা বিশেষত শহর কেন্দ্রীক অবস্থাটা তার অনুক‚লে। এখানে লোকাধিক্য প্রবল। যার বেশীরভাগ স্বাস্থ্য সচেতনতার বাইরে থাকছেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান প্রশাসনের তরফ থেকে উদ্যোগ অব্যাহত আছে। যে নতুন নির্দেশনা উপর তেকে এসেছে তা বাস্তবায়ন করা হবে। তিনি সবাইকে সর্তক হবার পরামর্শ দেন।
Leave a Reply