January 3, 2025, 1:52 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশিষ্ট লেখক, গবেষক দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান বলেছেন একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি অসংখ্য সম্ভাবনার দ্বার উন্মোচিত করে। এ সম্ভাবনা হলো জ্ঞান সৃষ্টির সম্ভাবনা, আলোকিত সমাজ ও মানুষ সৃষ্টির সম্ভাবনা। আলোকিত সমাজ গঠনে সবাইকে এই সৃষ্টির সহযোগী হতে হবে।
ড. আমানুর আমান আজ (শুক্রবার) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোরপুর গ্রামে ‘আলোকিত পাঠশালা’ নামে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ধোধন করেন।
কুষ্টিয়ার অন্যতম সামাজিক সংগঠন একটু পাশে দাঁড়াইয়ের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপ¯ি’ত ছিলেন ড. আমানুর আমান।
ড. আমান বলেন দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে প্রতিনিয়ত। কিš‘ তার সবগুলোই শিক্ষার উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করতে পারছে না। এগুলো এক পর্যায়ে টিকেও থাকতে পারছে না। এর কারন হলো এগুলোর গুণগত শিক্ষা বিতরণে ব্যর্থতা। তিনি বলেন যুগের চাহিদা মতো শিক্ষা দিতে হবে।
তিনি আধুনিক বিজ্ঞানমুখী ও জীবনব্যাপী শিক্ষার উপর জোর দিয়ে বলেন শিক্ষার লক্ষ্য হ”েছ মানুষের মধ্যে একটি কাঙ্খিত পরিবর্তন নিয়ে আসা। মানুষকে পরিপুর্ণ করে বিকশিত করা। ভবিষ্যত প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে তিনি জোর দেন।
অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মরোয়ার হোসেন, স্টার্ন্ডাড লাইফ ইন্স্যুরেন্সের খুলনা বিভাগীয় প্রধান কামরুজ্জামান বিপ্লব, কবি শেখ আখতার, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, কন্টেন্ট ক্রিয়েটর ফয়সাল সিকদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের চেয়ারম্যান জেসমিন জুঁথি। অনুষ্ঠান পরিচালনা করেন তারিক উল ইসলাম।
Leave a Reply