দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ শুক্রবার বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি দেশের ২৩তম প্রধান বিচারপতি।
বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করান।
বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিয়মানুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি। শেষে স্বাস্থ্যবিধি মেনে করমর্দন না করে তারা কনুইয়ে কনুই ছুঁইয়ে এলবো বাম্প করেন।
বৃহস্পতিবার বিকেলে সরকারের পক্ষ থেকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম ঘোষণা করা হয়। দেশের বিচারাঙ্গনের শীর্ষ এ পদে তিনি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন।
১৯৮১ সালের ২১ আগস্ট জেলা আদালতে যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এবং ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের অন্তর্ভুক্ত হন।
দেশের আইন অঙ্গনে হাসান ফয়েজ সিদ্দিকীর রয়েছে এক বর্ণাঢ্য কারিয়ার। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতকরণে তিনি সবসময় ছিলেন নিবেদিত প্রাণ এক মানুষ। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সকল আন্দোলনে তিনি ছিলেন সর্বদা অগ্রভাগের এক সৈনিক।
আইনজীবী হিসেবে কর্ম জীবনে হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি কর্পোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্তি পান। স্থায়ী বিচারক হিসেবে নিযুক্তি পান ২০০৯ সালের ২৫ মার্চ। ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগে নিয়োগ পান তিনি।
তিনি ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে অদ্যাবধি জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১৯৫৬ সালে জন্ম গ্রহণ করেন। তিনি খোকসা হাইস্কুল (বর্তমানে খোকসা পাইলট হাইস্কুল) থেকে ১৯৭২ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৭৪ সালে সাতক্ষিরার আর্চায্য প্রফুল¬ কলেজ থেকে এইচএসসি পাশ করেন ; বিএ পাশ করেন ১৯৭৬ সালে বাগেরহাট কলেজ থেকে; ১৯৭৮ সালে এম এ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৭৯ সালে এলএলবি করেন ধানমন্ডি ল’ কলেজ থেকে।
তাঁর পিতা মরহুম আব্দুল গফুর মোল্লা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি