January 7, 2025, 3:51 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে গুলি করে হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে মঙ্গলবার দিনগত রাত রাত ১টার দিকে তাকে গুলি করা হয় এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভোর ৩ টার দিকে মারা যান তিনি।
নিহত হযরত আলী নাস্তিপুর গ্রামের মৃত রইচউদ্দীনের ছেলে।
নিহত হযরত আলীর ছেলে তৌফিক হাসান জানান, রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হযরত আলী। রাত ১টার দিকে জানালার ফাঁক দিয়ে তিনটি গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা। তারা কয়েক জন ছিল। গুলির শব্দে পরিবারের লোকজন গিয়ে দেখে গুলিবিদ্ধ হযরত আলীকে দেখতে পান। তাকে দ্রত উদ্ধার করে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৩ টার দিকে তার মৃত্যু হয়।
তৌফিক দাবি করেছেন তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। তার সাথে সীমান্ত এলাকার চোরাকারবারীদের শত্রতা ছিল।
তবে এ বিষয়ে বিজিবি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply