দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের লাহিনী বটতলায় ট্রাকের চাপায় অজ্ঞাত (৪০) রিক্সা চালক নিহত হয়েছেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার এলাকার স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাক ড্রাইভারকে মনে করে ট্রাকে থাকা জিনিসপত্রের মালিককে গণপিটুনি দিয়ে আহত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌড়হাস থেকে ছেড়ে আসা একটি ট্রাক বটতলা মোড়ে পৌছালে অপর দিকের একটি ব্যাটারি চালিত রিক্সা মোড় ঘুরাতে গেলে ঘটনাস্থলের ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে রিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং রিক্সা চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
তাৎক্ষণিক স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ট্রাকটি আটক করে। কৌশলে ট্রাকে থাকা ড্রাইভার ও হেলাপার পালিয়ে গেলেও ট্রাকে থাকা মালের মালিক জীবনকে (৩২) গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম ঘটনা নিশ্চিত করে জানান ড্রাইভার ও হেলপারকে আটক করতে না পারলেও ট্রাকটি পুলিশতাদের হেফাজতে নেয়া হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি