দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় আসামী ৫ হাজার ৫৫ জন। মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়া মডেল থানায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মা ও পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেন।
পুলিশ ঘটনায় মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার সদর উপজেলার বটতৈল ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির ও আওয়ামী লীগের প্রার্থী মোমিন মন্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমানসহ অন্তত ১০ জন আহত হন। বেলা আড়াইটার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ লাইনসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতার সময় পুলিশ বাধ্য হয়ে ৩৭ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং ২৫০ রাউন্ড শটগানের ফাঁকা রাবার বুলেট ছুড়েছে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে প্রায় পাঁচ হাজার জনকে আসামি করে মামলা করেছে। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহত মিজানুর রহমানের মা শেফালী মান্নান বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি