October 30, 2024, 7:35 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারায় শাহ জামাল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি কৃষিকাজের পাশাপাশি গ্রামের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
এ ঘটনায় ভেড়ামারা থানায় ওই তরুণীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কইগাড়ীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত শাহ জামাল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কইগাড়ীপাড়া গ্রামের বাসিন্দা।
ওসি জানান মেয়েটি একই সাথে শ্রবণ ও বাক প্রতিবন্ধী। তার সাথে অনেক সময় ধরে মতবিবিনময় করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানেিযছে আখ খাওয়ানোর কথা বলে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কইগাড়ীপাড়া গ্রামের শাহ জামাল ওই তরুণীকে আখখেতে নিয়ে ধর্ষণ করে। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে জামালকে। পরে কৌশলে পালিয়ে যান তিনি।
রাতেই ঐ তরুণীর মা থানায় মামলা দিলে তা গ্রহন করা হয়।
ওসি জানান ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল পাঠানো হয়েছে। শিগগিরই আসামি গ্রেফতার হবে।
Leave a Reply