December 22, 2024, 11:02 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ভার্চুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে করা একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান মুনির বাদী হয়ে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দন্ডবিধির ১৫৩ (ক), ৫০৫ (ক) এবং ৫০৯ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলাটির আবেদন করেন।
পরে ৩টার দিকে এটি খারিজ করে দেন আদালতের বিচারক সেলিনা আক্তার।
বাদী অ্যাডভোকেট হাফিজুর রহমান মুনির জানান মুহাম্মদ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। তাই তিনি মামলার আবেদন করেন। কিন্তু আদালত মামলাটি গ্রহণ না করে খারিজ করে দিয়েছেন।
Leave a Reply