December 22, 2024, 5:27 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদ।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমানের নেতৃত্বে নেতৃবৃন্দ সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিসৌধ বেদীতে পুস্পার্ঘ্য অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণের আগে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে বিশেষ সৌজন্য-অংশগ্রহন করেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম সেলিম তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসে, নিবার্হী কমিটির সদস্য প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ, আব্দুল খালেক, এসএম কাদেরী শাকিল ও ড. আমানুর আমান এবং সাধারণ পরিষদ সদস্য ডা. জুলফিকার হায়দার, রোকনুজ্জামান নান্টু, লাল মোহাম্মদ, আক্তারী সুলতানা। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সরকার, নিবার্হী কমিটির সদস্য রোকনুজ্জামান নান্টু, প্রফেসর অজয় মৈত্র, কুষ্টিয়া পাবলিক স্কুলের পরিচালক সাহাবুদ্দিন শেখ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply