December 22, 2024, 5:49 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ডিসেম্বর ; বাঙালীর জীবনের এক অনন্য সময়। এ মাস বাঙালরি জীবনে শাসন-শোষণকে পদানত করে, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির মাস। বিশ্বের মানচিত্রে ‘বাংলাদেশ’ নামক স্বাধীন, সার্বভৌম একটি ভূ-খন্ডের দৃপ্ত পদচারনার মাস। এই মাস বাঙালির জাতির গর্ব আর অহংকারের মাস ; এ অহংকার আনন্দেও একই সাথে বেদনারও। কারন এই বিজয় লাখো শহীদের স্মৃতিবিজড়িত, ৩০ লাখ শহীদ আর অজস্র মা-বোনের ইজ্জতের দু:সহ স্মৃতিগাাঁথা। এই পথ পরিক্রমায় বাংলাদেশ এখন অর্ধশত বছরে। স্বাধীনতার ৫০তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালকে “সুবর্ণজয়ন্তী” হিসাবে পালন করা হচ্ছে। এদিকে স্বাধীনতার ৫০ বছরের সাথে যোগ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী। সরকার একই সাথে ঘোষণা করেছে মুজিব বর্ষ।
২০০৮ সালে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইস্তেহারের মধ্যে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে “রূপকল্প ২০২১” ঘোষণা করে, যেখানে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল, ডিজিটাল ও আধুনিক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় দেয়া হয়।
সুবর্ণজয়ন্তীর সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষও পালিত হচ্ছে। সারাবছর ধরেই চলেছে এ উপলক্ষ্যে নানা অনষ্ঠিান। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ বছরজুড়ে উদযাপিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সুবর্ণজয়ন্তী উদযাপনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহওে এমনকি গ্রাম পর্যন্ত নানা অনুষ্ঠান মালায় সাজানো হয়েছে। বর্ষ জুড়ে চলা কর্মকান্ডের সমাপ্তি হবে বিজয়ের সুবর্ণজয়ন্তী পালনের মাধ্যমে।
এদিকে বিজয়ের উদযাপনে ‘জাতীয় বাস্তবায়ন কমিটি ‘গ্রেট হিরো অফ দ্য গ্রেট ভিক্টরি’ শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে। বিজয় দিবস উপলক্ষ্যে এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ যোগদান করবেন।’তিনি ইতোমধ্যে ঢাকায় এসেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী শপথ পাঠ করাবেন/
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর দেশব্যাপী শপথ পাঠ করাবেন। ‘প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় দেশব্যাপী শপথ বাক্য পাঠ পরিচালনা করবেন।’
প্রধানমন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে অনুষ্ঠানটি পরিচালনা করবেন।’উদ্বোধনী দিনের অনুষ্ঠানে জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এতে ৬টি দেশের সৈন্যরা মার্চ পাস্টে অংশ নেবে।
দুই দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যোগ দেবেন।
Leave a Reply