October 30, 2024, 9:23 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয়ের সূবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটে প্রশাসন ভবনের সামনের চত্বরে বিএনসিসি প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। হল প্রভোস্টগণ একই সময়ে স্ব-স্ব হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন।
সকাল ৯টা ৪৫মিনিটে প্রশাসন ভবনের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী বিজয়ের সূবর্ণজয়ন্তী দিবসের কর্মসূচির উদ্বোধন শেষে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্তবাংলায় সমবেত হয়। শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুক্তবাংলায় প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী এবং ছাত্র হলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও মহিলা শিক্ষক ও মহিলা কর্মকর্তা এবং মহিলা সহায়ক কর্মচারী ও মহিলা সাধারণ কর্মচারীদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্রীহলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ২টা হতে বাংলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Leave a Reply