দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘদিন ধরে পড়ে থাকা ইসলামী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করতে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে বায়োডাটা সংগ্রহ অভিযানে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ৪৭ জন নেতাকর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এদের মধ্যে একজন প্রতিবন্ধী, একজন ছাত্রী ও উপজাতি রয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের কনফারেন্স রুমে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান রূপক এবং সদস্য রাকিব বিন আলমগীর এসব জীবনবৃত্তান্ত জমা নেন।
নেতৃবৃন্দ জানিয়েছেন আগামী ১৫ ও ১৭ ডিসেম্বর যাচাই বাছাই করে ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেবেন।
তারা আশা এ মাসের মধ্যেই চলতি মাসেই ইবিতে নতুন নেতৃত্ব আসতে পারে।
গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং নব কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি