January 3, 2025, 2:12 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের নেতৃত্বে দৌলতপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, প্রধান শিক্ষক মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও আব্দুস সাত্তার। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিটি নীরবতা পালন করা হয়। আলোচনা সভা পরিচালনা করেন, দৌলতপুর কলেজের প্রভাষক শরীফুল ইসলাম।
Leave a Reply