October 30, 2024, 11:37 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামান ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়াসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। সভা পরিচালনা করেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালনা ও মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply