দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল, মোমবাতি প্রজ্জ্বালন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কুইজ প্রতিযোগিতা এবং ক্যাম্পাস লেকে পাখির অভয়ারণ্য কর্মসূচি উদ্বোধন।
মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত, প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৪টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী একযোগে শপথ বাক্য পাঠ করাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি সরাসরি প্রচারিত সেই শপথ বাক্য অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সম্মিলিতভাবে অংশগ্রহণ করবেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি/
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী ১৩ ডিসেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাত ১২টা ০১ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বালন করা হবে।
দিবসটি উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টা ৩০মিনিটে প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। পতাকা উত্তোলনপর্ব শেষে সকাল ৯টা ৪৫মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে স্বাস্থ্যবিধি মেনে এক শোকর্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হবে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনপর্ব শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ১৯৪৭ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান। সভাপতিত্ব করবেন শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
কুইজ প্রতিযোগিতা শেষে ক্যাম্পাস লেকে পাখির অভয়ারণ্য কর্মসূচি উদ্বোধন করা হবে।
মহান বিজয় দিবসের কর্মসূচি/
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর সকাল ৯ টা ৩০মিনিটে প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে হলসমূহে জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টা ৪৫মিনিটে প্রশাসন ভবনের সামনে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী মহান বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন শেষে স্বাস্থ্যবিধি মেনে এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “মুক্তবাংলা’য়” সমবেত হবে।
আনন্দ শোভাযাত্রা শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুক্তবাংলায় প্রথমে পুস্পস্তবক অর্পণ করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান। এরপর বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিক্ষক বনাম কর্মকর্তা, সহায়ক কর্মচারী বনাম সাধারণ কর্মচারী এবং ছাত্র হলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মহিলা শিক্ষক ও মহিলা কর্মকর্তা এবং মহিলা সহায়ক কর্মচারী ও মহিলা সাধারণ কর্মচারীদের মধ্যে। ছাত্রীহলসমুহের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ২টা হতে বাংলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
বিকেল ৪টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী একযোগে শপথ বাক্য পাঠ করাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি সরাসরি প্রচারিত সেই শপথ বাক্য অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সম্মিলিতভাবে অংশগ্রহণ করবেন।
গাড়ির সময়সূচি/
১৪ ও ১৬ ডিসেম্বর সকাল ৮.০০ টায় কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপা হতে বাসসমূহ নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।
১৪ ডিসেম্বর ইবির ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ/
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি