দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে আপাতত সন্তুষ্ট বলে জানিয়েছেন তার বাবা বরকত উল্লাহ। তবে উচ্চ আদালতের মাধ্যমে রায় যেদিন কার্যকর হবে সেদিন পুরোপুরি সন্তুষ্ট হতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, 'এই রায় সর্বোচ্চ আদালত থেকে কার্যকর করা হবে আমরা সেটাই আশা করছি। অতিদ্রত যেন এ রায় কার্যকর করা হয়।' এ রায়ে সন্তুষ্ট কিনা জনতে চাইলে তিনি বলেন, 'আমি আপাতত সন্তুষ্ট। যেদিন সর্বোচ্চ শাস্তি কার্যকর হবে সেদিন পুরোপুরি সন্তুষ্ট হতে পারব।'
'আমার ছেলের মতো ভবিষ্যতে যাতে আর কারও ছেলেকে এভাবে নিষ্ঠুরভাবে মারধর করে হত্যা না করা হয়', যোগ করেন তিনি।
আবরারের বাবা আরও বলেন, 'এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এবং সেটি যেন উচ্চ আদালতে বহাল থাকে। তখন আববার ফাহাদের আত্মা শান্তি পাবে।'
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি