দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুিষ্ঠত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নানা কর্মসূচী গ্রহনের মধ্য দিয়ে করোনার পাশাপাশি নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভাইরাসের বিস্তাররোধের কথা মাথাই রেখে স্বল্প পরিসরে দিবসটি উদযাপনের জন্যপ্রস্তুতি সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমএর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম,গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম , গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী,গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা যুবলীগ নেতা শফি কামাল পলাশ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সাবেক কৃষি বিষক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার , আমিরুল ইসলাম , ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম সহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,এনজিও প্রতিনিধি,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসের কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একাধীক উপ কমিটি গঠন করা হয়েছে।
দিবসের কর্মসূচীর মধ্যে ছিল, দিবসের প্রারম্ভে ৫০ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোক সজ্জা, সর্বোপরি বিকেলে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত সারা দেশ ব্যাপী শপথ গ্রহন অনুষ্ঠান বিকেলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি