October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক কেন্দ্রে এক ভোটও পড়েনি নৌকা প্রতীকে। কেন নৌকা প্রতীক এক ভোটও পেল না এ নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী। বিষয়টি জানিয়েছেন রির্টানিং অফিসার।
কুষ্টিয়ার দৌলতপুরে চিলমারী ইউনিয়নের জোতাশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেখানে ভোট দিয়েছেন এক হাজার ৪৪৬ জন ভোটার। এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ নভেম্বর।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে এ ইউনিয়নে নৌকা প্রতীকের পরাজয় হয়েছে। চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান।
ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৫৪৬টি। মোট ভোট পড়েছে এক হাজার ৪৪৬টি, যা প্রায় ৯৪ শতাংশ। এর মধ্যে এক হাজার ৪২৭টি ভোট পেয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী। বাকি ১৯টি ভোট বাতিল হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আহমেদ।
তিনি বলেন, ওই কেন্দ্রসহ আরো বেশ কয়েকটি কেন্দ্র থেকে নৌকার এজেন্টদের বের করে দিয়ে মোটরসাইকেল প্রতীকের লোকজন সব ভোট কেটে নেয়।
চিলামারী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীক নিয়ে সৈয়দ আহমেদ, মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আব্দুল মান্নান, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে মো. জহুরুল ইসলাম এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঐ কেন্দ্রে অন্য প্রার্থী কোন ভোট পেয়েছেন সেটি জানা যায়নি।
Leave a Reply