January 12, 2025, 12:44 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৭ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২১ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মৃনাল কান্তি দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফেয়ার‘র পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর কুষ্টিয়া লিড এনজিও দেওয়ান আখতারুজামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তৃতায় মৃনাল কান্তি দে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো মিশন ও ভিশন কাজে লাগিয়ে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোকে আরো বেশি কাজ করেতে হবে।
তিনি বলেন সরকারের কর্মতৎপরতা সর্বব্যাপী হলে বেসরকারী প্রতিষ্ঠানগুলোর সাথে অনেক কাজ সমন্বয় করে করার প্রয়োজন হয়। দেশের বেসরকারী প্রতিষ্ঠানগুলো মানব উন্নয়ন, প্রান্তিক মানুষের স্বাবলম্বী করণ প্রভৃতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে। তিনি এ ভুমিকা আরো স্বচ্ছতার সাথে বেগবান করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নজরুল ইসলাম, সাবেক উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর।
ফেয়ার কার্যালয়ে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বেগম নিলুফা আকতার, সভানেত্রী মহিলা উন্নয়ন সমিতি, ফারুক আহমেদ খোকন, নির্বাহী পরিচালক আলোর দিশা কল্যাণ সংস্থা, বেগম সালমা সুলতানা, নির্বাহী পরিচালক নিকুশিমাজ সমাজ কল্যান প্রতিষ্ঠান, এনামুল হক, নির্বাহী পরিচালক, কুষ্টিয়া পল্লী উন্নয়ন সংস্থা (কেপিইউএস), শ্যামল কুমার চৌধুরী, প্রধান নির্বাহী, স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা- পিপাসা।
অনুষ্ঠানটি সঞ্চলায় ছিলেন, কে এম হারিসুল আলম প্রকল্প সমন্বয়কারী, ফেয়ার।
সভায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৯ টি সহযোগী সংস্থাসমূহের নির্বাহী প্রধান, কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply