October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মহান স্বাধীনতার ৫০ বছর ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলার উদ্যোগে মাস ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এ কর্মসূচী গ্রহন উপলক্ষ্যে গতকাল দৈনিক কুষ্টিয়া কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক প্রফেসর ড.মাহবুবুল আরফিন, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড.আমানুর আমান, বঙ্গবন্ধু পরিষদ অগ্রণী ব্যাংক ইউনিট কুষ্টিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র প্রমুখ।
সভায় ডিসেম্বর বিজয়ে মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন বিষয়ে আলোচনা করা হয়।
পরে শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতা, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, স্কুল শিক্ষার্থীদের নিয়ে মুজিব শতবর্ষের সেমিনারসহ বেশ কিছৃ কর্মসূচী গ্রহন করা হয়।
Leave a Reply