December 22, 2024, 11:39 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের শিল্পখাতে অবদানের স্বীকৃতি স্বরুপ বি আর বি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড বৃহৎ শিল্প ক্যাটাগরিতে “রাষ্টপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯” ১ম স্থান এবং ২০২০-২১ করবর্ষে কুষ্টিয়া জেলার সর্বোর্চ্চে আয়কর প্রদানকারী করদাতা সম্মানে ভুষিত হওয়ায় বি আর বি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের দিশা টাওয়ারে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।
দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আ. ক. ম. সারোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক মোঃ আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এস এম মুসতানজীদ প্রমূখ।
আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কুষ্ট্য়িা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য অজয় সুরেকা, কুষ্টিয়া সনো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সামসুল ওয়াসে, এডভোকেট সুব্রত চক্রবর্তী প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তৃতায় মজিবর রহমান বলেন সফলতার মূলমন্ত্র হচ্ছে পরিশ্রম ও সততা। তিনি বলেন জীবনের সফলতা ও ব্যর্থতা হাতধরাধরি করে চলে। কখন সফলতা আসবে এটা যেমন বোঝা কঠিন ঠিক তেমনী ব্যর্থতাও কখন আসে বোঝা কঠিন। তিনি বলেন একসময় আমি প্রচুর পরিশ্রম করেছি। পাঁচ লাখ টাকা লোন নিতে সাতশত টাকা সম্বল করে ঢাকা শহর ঘুরেছি। লোন অনুমোদন হয়েছে ৫ হাজার টাকা। এখন আমার কাছে সাত হাজার কোটি টাকার লোন অফার আসে। আমি নিই না। কারন প্রয়োজন নেই। আবেগে আপ্লুত এই শিল্পপতি বলেন এটাই জীবন। অথচ আমিই একদিন বাচ্চার দুধ কিনতে পারিনি। তিনি বলেন পরিশ্রম কোন না কোন সফলতা নিয়ে আসেই।
প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ বলেন কুষ্টিয়াকে অনেকেই দেশে-বিদেশে উপস্থাপন করেছেন। কুষ্টিয়ার গৌরব বয়ে এনেছেন। কুষ্টিয়াকে প্রস্ফুটিত করেছেন। বিআরবির চেয়ারম্যান তাদের একজন। তার সততা, নিষ্ঠা আজ তাকে এত উপরে এনেছে।
তিনি বলেন আমি তার পরিচয় দিতে গর্ব অনুভব করি। তিনি মজিবর রহমানের ভবিষ্যত কর্ণধারদের উদ্দেশ্যে বলেন তারাও যেন পিতার পদাঙ্ক অনুসরণ করেন। তিনি তাদেরকে নতুন নতুন যে কোন উদ্যোগ গ্রহনের আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি গ্রপের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউর রহমান, এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যব¯’াপনা পরিচালক মো. শামসুর রহমান প্রমুখ।
Leave a Reply