প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২১, ৭:৫৯ পি.এম
খোকসায় চুলার আগুনে পুড়ল দুই কৃষকের বসতবাড়ী
হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম ও মোছাঃ মিনু বেগমের বাড়ি চুলার আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বসতবাড়ি। বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খোকসা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম।
ঘটনার বিবরণে জানা গেছে বুধবার বিকালে মিনু বেগম তার নিজের রান্নাঘরের চুলার আগুন থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের শিখা পার্শ্ববর্তী রবিউল ইসলাম রহিমের বাড়ি বসতভিটা ও আগুন লেগে যায়।
মূহুর্তের মধ্যে কৃষক রবিউল ইসলাম (রহিম) ও মোছাঃ মিনু বেগমের বাড়ির বসতঘর সহ রান্নাঘর ও গোয়ালঘর সহ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে দুই পরিবারের প্রায় ৩ লক্ষাধিক মালামাল পুড়ে যায় বলে স্থানীয়রা দাবি করেন।
সংবাদ পেয়ে খোকসা ফায়ার স্টেশন অফিসার অগ্নিনির্বাপক টিম উপস্থিত হওয়ার আগেই দুই কৃষকের বসত বাড়িঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে স্থানীয় এলাকাবাসীর দাবি করেন। উপজেলা ফায়ার স্টেশন অফিসের কর্মকর্তা ও ঘটনার সত্যতা স্বীকার করেন।
আগুনের নিষ্ঠুরতাই এতটাই ভয়াবহ হয় ক্ষণিকের মধ্যেই কৃষক রবিউল ইসলাম রহিম ও মোছাঃ মিনু বেগম এখন খোলা আকাশের নিচে আশ্রয়ে রয়েছে। তদের বাড়ি ঘরের কোন কিছুই অবশিষ্ট পাওয়া যায়নি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি