December 22, 2024, 10:16 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে যোগদান করেছেন সদ্য নিয়োগ প্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিন। আজ (রোববার) তিনি সদ বিদায়ী প্রভোস্টের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার সহ উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. অশোক কুমার, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. গৌতম কুমার দাস, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. প্রফেসর ড. রেবা মন্ডল, প্রফেসর ড. শেলিনা নাসরিন, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রফেসর ড. রবিউল হোসেন অনু, ড. তপন রায়, ড. সাজ্জাদ হোসেন, লিটন বর্মন শিকদার, ইয়াকুব আলী, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের সহকর্মীবৃন্দ, আবাসিক শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ, হলের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply