দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। বিপরীতে চরম ভাল করেছে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনের ফলাফলে ১৪ ইউপি’র মধ্যে ১০ টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে ৪ টি ইউপিতে বিজয় অর্জন করতে পেরেছে নৌকা প্রতীকের প্রার্থীরা। নির্বাচনের এ ফলাফলে রীতিমতো হতাশা দেখা দিয়েছে আওয়ামী শিবিরে। সঠিক প্রার্থী বাছাইয়ে চরম ব্যর্থতা এ পরাজয়ের মুল কারন বলে মনে করা হচ্ছে। ফলাফল নি¤œরুপ :
প্রাগপুর ইউপি - আশরাফুল উজ জামান মুকুল সরকার (নৌকা)
আদাবাড়ীয়া ইউপি- আব্দুল বাকি -(আনারস)
হোগলবাড়ীয়া- সেলিম চৌধুরী (নৌকা)
চিলমারী ইউপি-ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান (মটর সাইকেল)
রিফায়েতপুরইউপি-আব্দুর রশিদ বাবলু -(মটর সাইকেল)
খলিসাকুন্ডি ইউপি জুলমত হোসেন - (স্বতন্ত্র)
পিয়ারপুর ইউপি সোহেল রানা বুলবুল -(চশমা)
ফিলিপ নগর ইউপি- নঈম উদ্দিন সেন্টু (চশমা)
রামকৃষ্ণপুর ইউপি সিরাজ মন্ডল - (নৌকা)
মরিচা ইউপি জাহিদুল ইসলাম - (স্বতন্ত্র)
দৌলতপুর ইউপি- মহিউদ্দিন বিশ্বাস (নৌকা)
বোয়ালিয়া ইউপি খোয়াজ হোসেন, (চশমা)
আড়িয়া ইউপি হেলাল উদ্দিন (স্বতন্ত্র)
মথুরাপুর- মুয়াআনারুল কবির মিন্টু (আনারস)
দৌলতপুরের এ ফলাফলে রাতে মুখ খুলতে চাননি অনেক নেতা। যাদের অনেকেই ভোটের সময় ভোটারদের নানাভাবে ভয়ভীতি সহ নানা হুমকি-ধামকি দিয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে এক উপজেলা আওয়ামী লীগের নেতা দৈনিক কুষ্টিয়াকে বলেন নির্বাচনে প্রার্থী বাছাইয়ে সততার অভাবে এ ফল বিপর্যয় ঘটেছে। তিনি বলেন হঠাতই এখন এমন দিন চলে এসেছে যে প্রকৃত আওয়ামী লীগাররা দল থেকে বিতারিত হচ্ছে। তার পরিবর্তে অর্থের বিনিময়ে বিক্রয় করে দেয়া হচ্ছে দলীয় মনোনয়ন।
রিফায়েতপুর ইউপিতে বিজয়ী আব্দুর রশিদ বাবলু জানান আওয়ামী এখন নন-আওয়ামী লীগারদের হাতে বন্দী। তাকে ঘায়েল করতে কিনা করেছে এসব নব্য আওয়ামী লীগ নেতারা। কিন্তু জনগন তাকে ভোট দিয়েছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি