দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিনকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। তিনি রবিবার উক্ত পদে যোগদান করবেন বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে।
প্রফেসর ড. মাহবুবুল আরফিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চিন্তাধারার অন্যতম একজন পুরোধা ব্যক্তি। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
প্রফেসর আরফিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সভাপতি ছিলেন। তিনি বর্তমানে ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক।
এই দায়িত্ব প্রাপ্তিতে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশ^বিদ্যালয় প্রশাসনকে। একটি সুন্দর ও গতিশীল ক্যাম্পাস বিনির্মাণে তার সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস দেন আওয়ামী আদর্শ বুকে লালনকারী এই মেধাবী শিক্ষক। তিনি সবার সহযোগীতা কামনা করেছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি