December 22, 2024, 9:44 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের কালীগঞ্জে এক ঘুমন্ত যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার ভোরে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রেখে যায়। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
নিহত ঐ ব্যক্তির নাম রেজাউল ইসলাম (৩৫)। তিনি উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, সংবাদ পাওয়ার পর সেখানে রওনা দিয়েছি। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply