October 30, 2024, 8:01 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্বামীনৌকা প্রতীক পেয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার আধাঘণ্টা পর দুই স্ত্রী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘটনা ঘটেছে পাবনা জেলায়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন উপজেলার খানমরিচ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন নুরু-উন-নবী মন্ডল ওরফে দুলাল মাস্টার। এর কিছুক্ষণ পর দুলাল মাস্টারের প্রথম স্ত্রী ফেরদৌসী বেগম ও দ্বিতীয় স্ত্রী নাসিমা খাতুন স্বতন্ত্রপদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
স্থানীয়রা জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বয়স অনুযায়ী তার চাকরি আছে আরও ১২ বছর। শুধু চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তিনি ছয় মাস আগে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তফসিল ঘোষণার পর তিনি ও তার দুই স্ত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালান। অবশেষে গত রোববার (২১ নভেম্বর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এর আধাঘণ্টা পর দুই স্ত্রীও একযোগে মনোনয়নপত্র দাখিল করেন।
স্থানীয়রা আরও জানান, এলাকায় দুলালের জনপ্রিয়তা রয়েছে। তিনি চাকরি ছেড়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তবে দলীয় মনোনয়ন ও কাগজপত্র যাচাই-বাছাই নিয়ে তিনি সংশয়ে রয়েছেন। তাই তিনি নিজে ও দুই স্ত্রীকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়ে রেখেছিলেন। তিনি নির্বাচন করতে না পারলে বিকল্প হিসেবে কোনো একজন স্ত্রীকে দিয়ে নির্বাচন করাবেন।
পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, পাবনার ভাঙ্গুড়া উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত নারী আসনে ৪৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।
Leave a Reply