দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে মানিক হোসেনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে তার বাবা বাবলুর রহমান।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার পাথিলা কৃষিফার্মের নারকেল বাগানের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত বাবলুর রহমানকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মানিক হোসেনের মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেয়া হয়েছে।
নিহত মানিক হোসেন (১০) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে বাবলুর ছেলে মানিককে নিয়ে পাখিভ্যানযোগে (ব্যাটারিচালিত) নিজ বাড়ি থেকে জীবননগরে সাপ্তাহিক হাটে যাচ্ছিলেন। পাথিলা কৃষি ফার্মের সামনে ভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে এতে মানিক হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি