October 30, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সমাজের উন্নয়নে, মানুষের দুঃখ লাঘবে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চান কুষ্টিয়ার কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও অজয় সুরেকা। তিনি বলেন তার লক্ষ্য কুষ্টিয়ার উন্নয়নে জননেতা মাহবুবুল আলম হানিফ যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি তার একজন ক্ষুদ্র সহযোগী হিসেবে কাজ করে যেতে চান।
টানা ৫ম বারের মতো জেলা পর্যায়ের ব্যক্তিগত সবোর্চ্চ আয়কর প্রদানকারীর পুরস্কার পেয়ে তিনি এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
তিনি বলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। দেশের প্রতিটি জায়গাতেই উন্নয়ন চলছে সেখানে তার মতো একজন ব্যবসায়ীর অনেক কাজ করার জায়গা রয়েছে। তিনি সে কাজ করতে চান। তিনি জানান তার কোন প্রত্যাশা নেই। গরীব, দুঃখী মেহনতি মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারলেই তার শ্রম সার্থক হবে বলে তিনি মনে করেন।
অজয় সুরেকা কুষ্টিয়ার সুরেকা এন্টারপ্রইজের স্বত্তাধীকারী। জাতিয় উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ মেহেরপুর জেলা থেকে এ সম্মাননা পেয়েছেন তিনি।
আজ বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০২০-২১ অর্থ বছরে কুষ্টিয়া জেলা থেকে তাকে এ সম্মননা প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জুড়ে নানামুখী ব্যবসায়ে জড়িত সুরেকা পরিবার। পৈতৃক এ ব্যবসার ইতোমধ্যে পার হয়েছে প্রায় শত বছর। দেশজোড়া খ্যাতি বয়ে এনেছেন বিভিন্ন সময়ে। কাপড় ব্যবসা দিয়ে এই পরিবারের যাত্রা আরম্ভ হলেও বর্তমানে ডিস্ট্রিবিউশন ব্যবসায় বিশেষ দক্ষতা অজর্নকারী অজয় সুরেকা প্রায় ডজনেরও বেশী দেশ-বিদেশী কম্পানির লোকাল ডিস্টিবিউটর। ডিস্টিবিউশন ব্যবসার মধ্যে গ্রামীণ ফোন ও ইউনিলিভার বাংলাদেশ অন্যতম।
অজয় পরপর আটবার গ্রামীণ ফোনের বেস্ট ডিস্ট্রিবিউটর হাউজ হিসেবে খেতাব অর্জন করেন। অন্যদিকে, ইউনিলিভার বাংলাদেশের সফল ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা করছেন ৫০ বছর ধরে।
কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় এই ব্যবসা বিস্তৃত রয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৫০০’শর অধিক মানুষ কর্মরত রয়েছেন।
কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অজয় নিজেকে ব্যবসায়ে জড়ান যখন তার পিতা মান্তুরাম সুরেকা ১৯৯২ সালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অজয়ের গতিশীল নেতৃত্বে খুব অল্প দিনেই সুরেকা এন্টাপ্রাইজের সকল ব্যবসা সাফল্য লাভ করে।
ব্যবসার পাশাপাশি অজয় সুরেকা নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। একটি সময়ে জড়িয়েছেন রাজনীতির সাথেও। তিনি বর্তমানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য’র পদ অলংকৃত করছেন। এছাড়া তিনি অগণিত প্রতিষ্ঠানের আজীবন ও সাধারণ সদস্য। এসব প্রতিষ্ঠানের নানা জনহিতকর কাজে তিনি নানাভাবে সহায়তা করে থাকেন। তিনি ঝড়েপড়া শিশুদের শিক্ষায় সহায়তা, অসহায় বয়স্কদের নিয়ে নানারকম জীবন-যাপন সহায়তা করে থাকেন।
একজন সফল ব্যবসায়ী হিসেব তার স্বপ্ন হলো একটি উন্নত সোনার বাংলা গঠনে সহায়তা করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা যে নিরলস পরিশ্রম করে চলেছেন তার সহযোগী হওয়া বলে জানালেন এই ব্যবসায়ী। একই সাথে কাজ করতে চান কুষ্টিয়ার ব্যবসা বাণিজ্য উন্নয়নে।
Leave a Reply