October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশজুড়ে মানুষের কাছে হোম লোন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে এবং হোম লোনকে সবার কাছে সহজভাবে উপস্থাপন করতে সম্প্রতি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন ‘ভালো বাসা-র গাড়ি’। দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ ভালো বাসা-র গাড়ি সম্প্রতি পৌঁছায় কুষ্টিয়াতে।
কুষ্টিয়ার বিভিন্ন স্থানে (কাটাইখানা মোড়, পুলিশ লাইন, মজমপুর আলফামোড়, কুষ্টিয়া হাউজিং এলাকা ও চৌরহাস মোড়) ‘ভালো বাসা’র গাড়ি’ বুথ স্থাপন করে হোম লোন নিয়ে আগ্রহীদের সাথে আলোচনা করে। এই ক্যাম্পেইনের অধীনে একটি মাইক্রোবাসে করে আইপিডিসি-র কর্মীবাহিনী ছুটে চলছে দেশের বিভিন্ন জেলায় আর প্রদান করছে হোম লোনের সাথে জড়িত নানা তথ্য, প্রশ্নোত্তর ও পরামর্শ। একই সাথে হোম লোন নিয়ে আগ্রহীদের তাৎক্ষণিকভাবে লোন অনুমোদনও দেওয়া হচ্ছে এই ক্যাম্পেইনের আওতায়।
আইপিডিসি ‘ভালো বাসা হোম লোন’-এর প্রধান এনায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মীবৃন্দ ‘ভালো বাসা-র গাড়ি’ ক্যাম্পেইনটি পরিচালনা করছেন।
আইপিডিসি-র ফেসবুক পেজ-এ নিয়মিতভাবে ‘ভালো বাসা-র গাড়ি’ কবে কোন জেলায় যাবে তা জানিয়ে দেওয়া হচ্ছে। ক্যাম্পেইনটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.ipdcbd.com/bhalobashagari/
Leave a Reply