December 22, 2024, 9:16 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২জন। নিহতরা হলো-উপজেলার গোপালনগর গ্রামের আসাদুল হকের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোজা খাতুন (১০), একই উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের তৌফিকুল ইসলামের ছেলে এবং মেহেরপুর দারুল উলুম আহমাদিয়া মাদ্রাসার আলীম পরীক্ষার্থী আলমগীর হোসেন (১৭)। আহতরা হলেন-নিহত রোজা খাতুনের বাবা গোপালনগর গ্রামের আসাদুল হক ও নিহত আলমগীরের বন্ধু মেহেরপুরের রাকিবুল ইসলাম (১৮)।
আজ সোমবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা শহরে মোটরসাইকেল থেকে পড়ে আলমগীর নিহত হয়।
অন্যদিকে সোমবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার আড়পাড়া বাজারে একটি ইটবাহী গাড়ির সাথে ধাক্কা লেগে রোজা খাতুন নিহত হয়।
নিহত আলমগীর হোসেনের সহপাঠি রাকিবুল ইসলাম জানান সোমবার ছিল আলীম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। আলমগীর ও আমি বিদায় অনুষ্ঠানে যোগ দিই। পরে বিশেষ প্রয়োজনে একটি মোটরসাইকেলযোগে আলমগীর ও আমি মেহেরপুর শহরের এক বন্ধুর বাড়িতে যায়। পরে মাদ্রাসায় ফেরার পথে আলমগীর মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো বাইককে ধাক্কা দেয়। এসময় দুজন মোটরসাইকেল থেকে ছিটকে অটো বাইকের নিচে পড়ে যায়। আলমগীর গুরুতরভাবে আহত হয়। তবে আমার হালকা আঘাত হয়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসাপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রোজাকে তার বাবা গাংনী উপজেলার বেড় গ্রামের তার নানা বাড়ি থেকে আসাদুল হক মোটরসাইকেলযোগে বাড়ি নিয়ে আসছিলেন। তারা আড়পাড়া বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ইঞ্জিনচালিত যান) একটি ইটবাহী গাড়ীর সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় বাবা-মেয়ে আহত হয়। এসময় পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার রোজাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা সূত্র জানায়,দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য,এর আগে রবিবার সকালের দিকে গাংনী উপজেলার চেংগাড়া বাজার নামক স্থানে মোটরসাইকেল ও ইটবাহী গাড়ীর মুখোমুখি সংঘর্ষে মেহেরপুর জজ কোর্টের একজন পেশকার নিহত হন।
Leave a Reply