বিনোদন ডেস্ক/
দেশের জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান একটি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমায় নাম লেখালেন। সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে অভিনয় করবেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত আজমেরী হক বাঁধন।
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক এবং চিত্রগ্রাহক সিনেমাটি নির্মাণ করবেন। এমন তথ্য নিশ্চিত করেছেন তাহসান এবং বাঁধন দুজনেই। সবকিছু ঠিক থাকলে সিনেমার শুটিং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে। সিনেমাটি প্রসঙ্গে তাহসান খান বলেন, খুবই চমৎকার একটি গল্প। আর সঙ্গে আছেন বাঁধন। সিনেমাপ্রেমীরা এবার নতুন জনরার কিছু একটা পেতে যাচ্ছেন। আশা করছি দারুণ কিছু একটা হতে যাচ্ছে। আজমেরী হক বাঁধন বলেন, এটি কোনো নায়ক-নায়িকা নির্ভর গল্প নয়, এটা হচ্ছে আধুনিক রূপকথার গল্প। যে ধরণের গল্প এখনও আমাদের দেশে পর্দায় উঠে আসেনি। সাদিক আহমেদ খুবই মেধাবী একজন নির্মাতা আর অ্যাপলবক্স প্রোডাকশন হাউজ আমার খুবই পছন্দের প্রডাকশন হাউজ; যেখানে আমি নিয়মিত কাজ করতে চাই।তাহসান-বাঁধন ছাড়াও এখানে আরও অভিনয় করবেন ইরফান সাজ্জাদ, নাসির উদ্দিন, সুষমা সরকার প্রমুখ।পরিচালক সাদিক আহমেদ ২০০৮ সালে নির্মাণ করেছিলেন ‘দ্যা লাস্ট ঠাকুর’ সিনেমা। এছাড়া ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘হাসিনা: এ ডটার’স টেল’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন তিনি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি