October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অবশেষে ফল ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদেরে সংগঠন শাপলা ফোরামের নিবার্চনের। সোমবার নিবার্চন কমিশন এ ফল ঘোষণা করে বিজয়ীদের পত্র প্রেরণ করে। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, নির্বাচনের পরপরই একটি পক্ষ নানাভাবে নির্বাচনের ফলাফল বানচাল করার চেষ্টায় লিপ্ত হয়। নির্বাচন কমিশনকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ভোট বারবার পূণ-গণনা করার দাবি করতে থাকে। পূণ-গণনা করেও ফলাফল একই থাকলে ঐ পক্ষ থেকে মামলার হুমকি পর্যন্ত দেয়া হয়।
এসব হুমকি-ধামকি উপেক্ষা করে অবশেষে নির্বাচন কমিশন অফিশিয়ালী ফলাফল ঘোষণা করেছে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বাংলা বিভাগের অধ্যাপক য. সরওয়ার মুর্শেদ ভোটের ফলাফল জানিয়ে ইতোমধ্যে বিজয়ীদের পত্র দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনের
অনুষ্ঠিত ভোটে দুটি প্যানেল থেকে মোট ৩০জন প্রার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে উভয় গ্রæপ থেকে ৯ ও ৬ জনের প্রতিদ্ব›দ্বী প্রাথীরা বিজয় অর্জন করে। এই পনের জনের সমন্বয়ে গঠিত হবে শাপলার মুল কমিটি।
নির্বাচনে একই গ্রপ থেকে সবোর্চ্চ ভোট পান ইসলামে ইতিহাস বিভাগের অধ্যাপক ও বর্তমান পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন ১১৫ ভোট ও একই বিভাগের অধ্যাপক ও বর্তমান প্রক্টর জাহাঙ্গীর হোসেন।
অন্যান্যদের মধ্যে পলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম পান ১০০ ভোট, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল পেয়েছেন ১০৪, ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান পেয়েছেন ১০৭ ভোট, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আনেয়ারুল হক স্বপন পান ১০৫ ভোট, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন পান ১০০ ভোট, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশিষ শর্মা পান ১০১ ভোট, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন পান ১০৫। অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের সেলিানা নাসরিন, ইনফরমেশন ও কম্যুনিকেশন টেকনোলজি বিভাগের ড. তপন কুমার জোদ্দার, বায়োকেনোলজি বিভাগের ড. রেজওয়ানুল হক ও ড. আব্দুল্লাহ আল মাসুদ।
Leave a Reply