দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খোকসায় দুটি অস্ত্র সহ চরমপন্থী নেতা সামিউল ও তার সহযোগী রাজিবুলকে গ্রেফতার করেছে খোকসা পুলিশ। তবে পুলিশ বলছে ডাকাতির প্রস্তুতি কালে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু বলতে চায়নি।
আজ শনিবার সন্ধ্যায় খোকসার ওসমানপুর তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ খেকে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
এদের মধ্যে সামিউল খোকসা উপজেলার ওসমানপুর এলাকার শামসুদ্দিন মন্ডলের ছেলে ও একই এলাকার আদিলের ছেলে রাজিব।
পুলিশ সূত্রে জানা যায় কুষ্টিয়া সহ সারা বাংলাদেশের পুলিশের অভিযান চলছে। এই অভিযানের নির্দেশের পর অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর এলাকায় ডাকাতের একটি চক্র বৈঠক সমাবেশ করছে বলে জানতে পারে পুলিশ। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালাতে থাকে। এদের মধ্যে এদের মধ্যে ঐ দুই জন ধরা পড়ে। আটককৃত দুই ডাকাত মোটরসাইকেল চালাতে গেলে পুলিশ তাদের আটক করে এবং অভিযান পরিচালনা কালীন সময়ে আটককৃতদের দেহ তল্লাশি করে দুইটি দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল ও মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে খোকসার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান জানান পুলিশের উপর নির্দেশ দেয়া অবৈধ অস্ত্র উদ্ধারের পর মাঠে নেমেছেন তারা। এ অভিযান কে সামনে রেখে তাদের এই অভিযান প্রতিনিয়ত চলবে বলে তিনি জানান। তিনি আরও বলেন সামিউল এর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও একটি তলোয়ার পাওয়া গেছে।
এদিকে বিভিন্ন সূত্র জানায় গ্রেফতার সামিউল একজন সাবেক চরমপন্থী নেতা। সে একই সাথে একই ইউনিয়নের সাবেক এক বিএনপিপন্থী চেয়ারম্যানের সহযোগী হিসেবে আসন্ন নির্বাচনে কাজ করছিল।সম্প্রতি ঐ সাবেক চেয়ারম্যান তাকে অস্ত্র কিনে দেয়। সেই অস্ত্র দিয়েই ঐ চেয়ারম্যানের কথা মতো লোকজনকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছিল।
কয়েকদিন আগে সামিরুল তার বাহিনী নিয়ে ওসমানপুরে প্রয়ে ২০টি বাড়ি ভাংচুর করে ও মালামাল লুট করে। ঘটনায় আহত হয় প্রায় ৫০ জন মানুষ। এরা সবাই নৌকার ভোটার ছিল।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি