শেখ ইমন,শৈলকুপা(ঝিনাইদহ)/
ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে রুবাইয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার সকালে উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে। শিশু রুবাইয়া খন্দকবাড়িয়া গ্রামের শাকিল হোসেনের শিশু কন্যা।
এলাকাবাসীরা জানান, শিশু রুবাইয়া শুক্রবার ভোরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায়। তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ৭টার দিকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা। সাথে সাথে তাকে উদ্ধার করে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. একে এম সুজায়েত হোসেন জানান শিশু রুবাইয়া পানিতে ডুবে ভেসে উঠার পর তার স্বজনরা শুক্রবার সকাল ৮টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সাড়ে ৮টার দিকে মৃত ঘোষনা করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি