October 30, 2024, 11:33 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় ১৪টি ইউনিয়নের মোট ২৩ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৮জন আওয়ামী লীগ নেতা ও ৫জন সহযোগী সংগঠনের।
সোমবার (১৫ নভেম্বর) রাত ১১টায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগান এ তথ্য নিশ্চিত করেন।
বহিষ্কৃত নেতারা হলেন- দৌলতপুর উপজেলার ১নং প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ২নং মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা মনোয়ার কবীর মিন্টু, ৩নং ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওরুশ কবিরাজ ও নইমুদ্দিন সেন্টু, ৪নং মরিচা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জোয়াদুর রহমান জজ, জাহিদুল ইসলাম জাহিদ এবং মহিফুল ইসলাম হিটলার, ৬নং চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রায়হানুল হক, ৮নং পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ফরাজী, ৯নং রেফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা বিশ্বাস এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ বাবলু, ১০নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী সফি, ১২নং বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু আফফান, ১৪ নং আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগান জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং দলীয় শৃঙ্খলা ভংগ করেছেন তাদের দলের গঠন তন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের জরুরী সভার সিদ্ধান্তে ১৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সেই সাথে গত ০৮ নভেম্বর অনুষ্ঠিত দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের জরুরী সভায় দৌলতপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আদাবাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল বাকী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জহুরুল আলম এবং পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুল, খলিসাকুন্ডি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক এনামুল হক ও জুলমত আলীকে বহিষ্কার করার জন্য স্ব স্ব দলের জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক কে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply