December 22, 2024, 9:24 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে চার দিনের বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট প্রতিযোগিতা। শনিবার এ প্রতিযোগীতার উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সমাপনী দিনে (আজ) প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।ইসলামী বিশ^বিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিসিএপিসি’র সভাপতি।
এ আসরে চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল চ্যাম্পিয়ন এবং সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল রানারআপ হয়েছে।
চট্টগ্রাম দলের এস এম শাহারিয়ার ম্যান অব দ্যা টুর্নামেন্ট এবং সাজ্জাদ হোসেন ম্যান অব দ্যা ম্যাচ হবার গৌরব অর্জন করেন।
টুর্নামেন্টে গাজীপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল, সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল এবং দুরন্ত লালমনিরহাট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতার সমাপনি দিনে আজ (১৬ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ আবদুস সালাম বলেন, সকল মানুষই সব দিয়ে সমান পারদর্শী নন। কেউ একদিকে পারদর্শী তো অনদিকে সার্বিক সবল নন, আবার সেদিকে পারদর্শী তো অন্যদিকে নন। এভাবে আমাদের প্রত্যেকের কোন না কোন সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন সকলকেই কমবেশী প্রতিকূলতা মোকাবেলা করেই সামনে এগোতে হয়।
তার ভাষায় “এক্ষেত্রে অন্যভাবে সক্ষম এই মানুষগুলোকে সর্বক্ষেত্রে সবথেকে বেশী প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়। তাদের প্রতি আমাদের কৃপা নয় মহযোগীতার হাত প্রসারিত করতে হবে।
তিনি বলেন, জাতির পিতার নামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, এটা আমাদের জন্য সৌভাগ্যের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও সহযোগিতায় ২০১৪ সাল থেকে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জডদের সংগঠিত করে এ প্রতিযোগিতা আয়োজন করে আসছি। তিনি জানান, আগামী ডিসেম্বর-জানুয়ারির দিকে ৫টি আন্তর্জাতিক দলের অংশগ্রহণে ঢাকায় আন্তর্জাতিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার প্রদান করেন।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, উপ-পরিচালক ক্রীড়া শাহ আলম কচি প্রমুখ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিসিএপিসি’র সহ-সভাপতি ও যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
Leave a Reply