দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অসাধারণ! এক কথায় অপূর্ব। এখানে প্রশংসা করতে কাপর্ণ্য একেবারেই রাখা যাবে না। ওরা যেটুকু দেখাচ্ছে এটা সত্যিই হ্যাটস অফ! ইসলামী বিশ^বিদ্যালয়ের ক্রিকেট মাঠে এমনই বলছিলেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট দেখতে আসা বিশ^বিদ্যালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা। তিরি বলেন ওরা সুযোগ পেলে আরও ভাল করবে এতে কোন সন্দেহ নেই।
গত শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সাতক্ষীরা, তুফান ও দুরন্ত লালমনিরহাট। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার।
খেলতে আসা শফিকুল জানান বৃষ্টি বাধ সেধেছে। তবে আমাদের কাছে পুরো সমাজই তো বৈরি। তাই খেলা চালিয়ে যাচ্ছি।
বিশ^বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের পরিচালক বলে প্রতিক‚ল আবহওয়ার কারনে অনেক সমস্যায় পড়তে হয়েছে। তবে আজ (মঙ্গলবার) আবহওয়া ভাল। তিনি আশা প্রকাশ করেন সবকিছু ভালভাবে সম্পন্ন হরে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি