October 30, 2024, 8:02 pm
চুয়াডাঙ্গায় আলোচিত এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপু হত্যা মামলার আসামী এমদাদুল হক আকাশ ও সুমন হোসেনকে তিন দিনের রিমান্ড মনজুর করেছেন আদালত। একই সাথে আসামী সুমনের জামিন আবেদন নাকচ করে পুনরায় জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক মানিক দাস তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তপু হত্যা মামলায় গ্রেফতার হওয়া এজহার নামীয় আসামী এমদাদুল হক আকাশ ও সুমন হোসেনের রিমান্ড শুনানির জন্য আজ আদালতে তোলা হয়েছিল। আসামী সুমনের জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী। রিমান্ড শুনানি শেষে তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সাথে সুমনের জামিন আবেদন নাকচ করা হয়। পরে ওই দুই আসামীকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতের বিচারক মানিক দাস।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মেফাউল হাসান জানান, গত ৮ নভেম্বর সুমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ১১ নভেম্বর আকাশ আদালতে আত্মসমর্পন করলে ওইদিনই তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আজ দুপুরে শুনানি শেষে তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অ্যাডভোকেট তালিম হোসেন, সেলিম উদ্দিন খান, ফজলে রাব্বি সাগরসহ বেশ কয়েকজন আইনজীবী আসামীর পক্ষে যুক্তি তুলে ধরেন।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর রোববার দুপুরে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে তন্ময় আহমেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাত আরও ২-৩ জনকে। পরে ওই মামলায় এজহার নামীয় সুমন হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ১১ নভেম্বর এজহার নামীয় আরেক আসামী এমদাদুল হক আকাশ আদালতে আত্মসমর্পন করলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাকী আসামীরা এখনও অধরা।
Leave a Reply