December 22, 2024, 4:25 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় দৌলতপুরের ১১টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও কারগিরি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা স্বাস্থ্যবিধি মেনে ৬ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দেড়ঘন্টা পরীক্ষার প্রথমদিন এসএসসি’র পদার্থ বিজ্ঞান. দাখিলের কোরআন ও পদার্থ বিজ্ঞান এবং কারিগরি (ভোকেশনাল) পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়। দীর্ঘদির পর স্বশরীরে পরীক্ষায় অংশ নিতে পেরে পরীক্ষার্থীরাও খুশি ও সন্তোষ প্রকাশ করে। এদিকে পরীক্ষা শুরু হওয়ার পর দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। দৌলতপুরের ১১টি কেন্দ্রের মধ্যে দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৪০জন, খাসমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় কন্দ্রে ৫৩৮জন, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৫৫জন, বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬৭জন, আল্লারদর্গা নাসির উদ্দিন বিশ্বাস গার্লস হাইস্কুল কেন্দ্রে ১০৬৭জন, খলিশাকুন্ডি হাইস্কুল কেন্দ্রে ৪২০জন, জেএমজি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২৫৯জন, রেজওয়ানুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৪৬জন, দৌলতপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১৮০জন, দৌলতপুর গার্লস হাইস্কুল কেন্দ্রে ১৭৭জন ও হোসেনাবাদ ভোকেশনাল কেন্দ্রে ২৯৬জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
Leave a Reply