December 22, 2024, 11:34 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন /
কুষ্টিয়ার দুটি উপজেলায় গতকাল ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদের নিবার্চন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুই উপজেলার ১৭ টি ইউপি’তে আওয়ামী লীগের ৯ জন, জাসদের ১জন এবং স্বতন্ত্র ৭ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত।
কুষ্টিয়ার মিরপুর উপজলোয় ইউনয়িন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১টি ইউনয়িনের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ৬জন ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ৩জন জয় লাভ করেছে । বাকি দুটিতে অন্য স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন বহলবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতীকে সাইদুর রহমান, বারুইপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে ডা. শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়নে নৌকা প্রতীকে একলমেুর রেজা সাবান, মালিহাদ ইউনিয়নে নৌকা প্রতীকে আকরাম হোসনে, আমবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতীকে সাইফুদ্দনি মকুল (সাইফুল) ও র্কুশা ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল হান্নান।
অপরদিকে ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম, তালবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী র্প্রাথী আব্দুল হান্নান মন্ডল ও ছাতিয়ার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী কবির হোসনে বিশ^াস বিজয়ী হয়েছে। এছাড়াও সদরপুর ইউনিয়নে স্বতন্ত্র র্প্রাথী আশরাফুল ইসলাম ও পোড়াদহ ইউনিয়নে ফারুকুজ্জামান জন জয় লাভ করেছেন।
এদিকে ভেড়ামারা উপজেলার ৬ইউনিয়নের চেয়ারম্যান পদে ১নং বাহাদুরপুর ইউনিয়নে সোহেল রানা পবন (নৌকা) ২নং মোকারিমপুর ইউনিয়নে আব্দুস সামাদ (নৌকা), ৩নং বাহিরচর ইউনিয়নে রওশন আরা বেগম (নৌকা), ৪নং চাঁদগ্রাম ইউনিয়নে আব্দুল হাফিজ তপন (মশাল) ও ৫নং ধরমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামছুল হক (আনারস) ও ৬নং জুনিয়াদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান হাসান (আনারস) জয় লাভ করেছে।
Leave a Reply